প্রিয় বন্ধরা, আশা করি ভালো আছেন।
আজকে আপনাদের সাথে শেয়ার করবো এ্যাডোবি ফটোশপ সিসি ২০২০ (Adobe Photoshop CC 2020)। এ্যাডোবি তাদের ফটোশপের নতুন ভার্সন প্রকাশ করেছে। এই ভার্সনটিতে এমন কিছু ফিচার নতুন যুক্ত করা  হয়েছে যেগুলা আমাদের ডিজাইনের গতিকে অনেকাংশে বাড়িয়ে দিবে। ফটোশপের আগের ভার্সন গুলা যেমন- ফটোশপ সিসি ২০১৯ আর ফটোশপ সিসি ২০২০ এর মাঝে খুব বেশি একটা পার্থক্য নাই।

ফটোশপ সিসি ২০২০ ফ্রি ডাউনলোড করুন

আপনারা সবাই জানেন যে এ্যাডোবি তাদের প্রোডাক্ট গুলা মান্থলী চার্জ বেসিস প্রদান করে থাকে। আপনি যদি ট্রায়াল করে দেখতে চান তবে এডোবির অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন । সেখান থেকে কিনে ব্যবহার করতে পারবেন । প্রতি মাসে ২০.৯৯$ দিয়ে আপনাকে সেটা কিনে ব্যবহার করতে হবে ।

adobe photoshop cc 2020 free download


তবে বাঙালীরা স্বাচ্ছন্দ্য প্রীয় । কি আর বলবো আমি নিজেই অনলাইন থেকে ক্র্যাক ফাইল ব্যবহার করে ফটোশপের সম্পূর্ণ ভার্সন ব্যবহার করি । আমাদের ফটোশপ টিউটোরিয়াল পর্বে আপনাকে এই সফটওয়্যারটি ব্যবহারের প্রয়োজন পড়বে । তাই আপনি নিচের স্পেসিফিকেশন দেখে ডাউনলোড করে নিন। কিংবা আপনি অনলাইন থেকেও ডাউনলোড করে নিতে পারেন । আমি সহজে ডাউনলোড করার জন্য নিচে দুটি লিংক দিলাম । আপনি চাইলেই আপনার জন্য ফটোশপটি নামিয়ে নিতে পারেন।

Graphic Design Free Tutorials by Dasigraphic

কনফিগারেশন 

নিচের লিংক থেকে সম্পূর্ণ ফাইলটি বিনামূল্যে ডাউনলোড করে নিন । এডোবি ফটোশপ ডাউনলোড করার জন্য আপনার পিসি/লেপটপে নিম্নের কনফিগারেশন মজুদ থাকতে হবে । আমি শুধু উন্ডোজের জন্য কনফিগারেশন দিলাম । আশা করি ম্যাক ব্যবহারকারীরা অনলাইন থেকে সফটওয়ারটির ক্র্যাক ফাইল ডাউনলোড করে নিতে পারবেন ।

  • Operating System: Windows 10 versions 1903 (v1903)
  • Memory (RAM): 4 GB of RAM required.
  • Hard Disk Space: 3 GB of free space required.
  • Processor: 2 GHz or faster processor.
  • Graphic: * 1024 × 768 display (1280 × 800 recommended) with OpenGL® 2.0
  • 16-bit color.
  • 3D features are disabled with less than 512MB of VRAM
adobe photoshop cc 2020 free download

আশা করছি টিউনটা সবার জন্য উপকারে আসবে। তবে গ্রাফিক
ডিজাইনারদের জন্য অত্যাধিক কাজে লাগবে। কারণ ফটোশপ সিসি ২০২০ এ চমৎকার ফিচার এবং কীবোর্ড শর্টকাট গুলো পরিবর্তন করে সহজ করা হয়েছে। এ ছাড়াও আরও অনেক নতুন ফিচার পাবেন।

গ্রাফিক ডিজাইনে আপনার যেকোন সমস্যা আমাকে জানাতে Comment করুন।